মোঃ আব্দুল্লাহ আল মামুন
প্রকৃতির সব থেকে বড় সত্য হচ্ছে দেহের প্রস্থান, মানুষ মরে যায়, সে মৃত্যু দেহের, আত্মা থেকে যায় প্রিয় মানুষের আত্মায়। জীবিত মানুষ তার কর্ম বা জীবনের তাগিদে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রস্থান করে। এ দুটোই মানুষের ইচ্ছের বিরুদ্ধে। কাছের মানুষ দূরে রেখে সামেন চলে যাওয়ার কষ্ট কেবল ভুক্তভোগীই জানে। এ প্রস্থানের যন্ত্রণা মৃত্যুর থেকে অধিক, মরে গেলে উপলব্ধিরাও মরে যায়,ভাবুনতো বেচে থেকে উপলব্ধির বিবেচনা গুলো সাথে নিয়ে প্রস্থানে যাওয়া কত কঠিন।আমি চলে যাচ্ছি আপনার স্মৃতি গুলো সাথে নিয়ে, চলে যাচ্ছি বলে মরে যাচ্ছি না,কথা হবে মান-অভিমান সব হবে,যা কাছাকাছি হতো তা দূরত্বের চাদরে ঢাকা পড়বে।এ রক্তক্ষণ বলে বুঝানোর ভাষা আমার জানা নেই,মেনে নেওয়ার সাহস নেই কিন্তু বেচে থাকার তাগিদটা উপেক্ষা কেমনে করি!
আপনার ভালবাসা হৃদয় পটে ঢেউ তুলবে,একাকিত্বের চৌবাচ্চাতে স্নান করবো,জল ঝড়বে দেখবে কে?
২১/০৪/২০২২ খ্রিঃ
শেরপুর
Leave a comment