আকাঙ্ক্ষা
মোঃ আব্দুল্লাহ আল মামুন
আমাকে সামান্যই ভালবেসো
কিন্তু,তা যেন দীর্ঘ দিনের হয়,
আমার প্রতি দৃষ্টি রেখো
এক পলকের , তাতেই করব বিশ্ব জয়।
খুব বেশি নয় একটুই হেসো
আমায় ভেবে প্রতিদিন,
প্রেয়সী ,তোর সেই হাসিতেই
করবো ভুবন খুব রঙিন।
আমাকে স্পর্শে রেখো ,হাতের ছোঁয়ায়
নাইবা হউক ,মনের ছোঁয়ায়।
দেখো সুন্দর আগামী হবে,
ভালোবাসি অল্পই বলো
সখী,তা যেন দীর্ঘ হয়।
আমি বলছি না সারাক্ষণ ,
আমার ভাবনায় মত্ত থাক
ফুসরত পেলে একটু ভেবো, আমার কথা।
তাতেই ভালোবাসার ঘ্রাণ ছড়াবো,
আমাদের ভুবনে ।
ভালবেসো প্রিয়া সামান্যই আমায়
কিন্তু,সে যেন আমৃত্যু কালের হয়,
অল্পই তুমি ভালবাসো,
তবে জান্নাতে যেন ,তোমার আমার দেখা হয়।

Leave a comment